বুধবার, ১০ আগস্ট, ২০১১

HTML Heading Tutorial in Bangla



এইচটিএমএল হেডিং টিউটোরিয়াল 
(HTML Heading Tutorial in Bangla)


এইচটিএমএল এ হেডিং বা শিরোনাম সাধারনত টাইটেল বা সাবটাইটেল হিসাবে দেখা যায়। হেডিং ট্যাগ এর মধ্যে রাখা টেক্স bold হিসাবে প্রদর্শিত হয় এবং আকার যা হেডিং এর নম্বরের উপর নির্ভর করে। হেডিং নম্বর গুলো ১ হতে ৬ এর মধ্যে সীমাবদ্ধ। এখানে ১ সবচেয়ে বড় এবং ৬ সবচেয়ে ছোট হেডিং

<body>
<h1>Headings</h1>
<h2>are</h2>
<h3>great</h3>
<h4>for</h4>
<h5>titles</h5>
<h6>and subtitles</h6>
</body>


 

Headings

are

great

for

titles
and subtitles

লক্ষ করার বিষয় এইযে প্রতিটি হেডিং এর নিজস্ব লাইন ব্রেক option আছে । এটা হেডিং এর built in attribute । হেডিং লেখার সময় অটোমেটিক লাইন ব্রেক হয়ে যায়।


হেডিং এবং প্যারাগ্রাফ এর একত্রে ব্যবহার: 
আমরা হেডিং এবং paragraph একসাথে ব্যবহার করতে পারি। নিচে উদাহরন দেয়া হল।

<h1 align="center">Essay Example</h1>
<p>Avoid losing floppy disks with important school/work projects...</p>
<p>For instance, let's say you had a
HUGE school or work project to complete. Off ...</p>


প্রদর্শন: 

Essay Example

Avoid losing floppy disks with important school/work projects...
For instance, let's say you had a
HUGE school or work project to complete. Off ...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন