মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১১

HTML Tag Tutorial in Bangla

এইচটিএমএল ট্যাগ টিউটোরিয়াল
(HTML Tag Tutorial in Bangla)

যখন আপনি এইচটিএমএল ডকুমেন্ট উপর হতে নিচ , ডান হতে বামে সব সময় আপনি ট্যাগ দেখতে পাবেন। এটি এমন ভাবে প্রদর্শিত হবে যেন paragraph দেখতে paragraph এর মতো, টেবিল দেখতে টেবিল এর মতো।
ট্যাগ এর প্রধান তিনটি অংশ আছে
ক. শুরু করার ট্যাগ(opening tag)

খ.ধারনকৃত অংশ(contents)

গ.শেষ করার ট্যাগ (closing tag)।


এইচটিএমএল ট্যাগ এর মাধ্যমে আপনি web page এ আপনার পছন্দ মত বার্তা পাঠাতে পারেন। 

 <p>A Paragraph Tag</p>

ট্যাগ এর বর্ণ ছোট হাতের অক্ষর হওয়া উচিত। নিচে আরো কতক গুলো ট্যাগ দেখানো হলো।
<body> Body Tag (acts as a content shell)
<p>Paragraph Tag</p>
<h2>Heading Tag</h2>
<b>Bold Tag</b>
<i>Italic Tag</i>
</body
> 


Closing ট্যাগ ছাড়া ট্যাগ:

কিছু কিছু ট্যাগ আছে যাদের closing tag দেয়ার প্রয়োজন নেই। তারা কোন এলিমেন্ট ধারন করে না।সে ট্যাগ টি হচ্ছে line break tag এবং তা <br/> রুপে প্রকাশ করা হয়। যা বিশেষ ভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ একটি লাইন লেখা বাদ দিয়ে অপর লাইন হতে লেখা শুরু করার জন্য এ ট্যাগ টি ব্যবহার করা হয়।

আরো কিছু ট্যাগ আছে যাদেরকে বিশেষভাবে ব্যবহার করা হয় যেমন ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ।


<img src="/../mypic.jpg" /> -- Image Tag
<br /> -- Line Break Tag
<input type="text" size="12" /> -- Input Field


আসলে <img src="/../mypic.jpg" /> এখানে /../ এর জায়গায় আপনার ছবির Location টা লিখতে হবে। যেমন ধরুন,আপনি যে ছবিটা দেখতে চান সেটা আপনার E drive এ new folder এর মধ্যে আছে,ছবিটার নাম Ismail এবং ছবিটা jpg formatএ।তখন আপনাকে যে কোড লিখতে হবে তা হল,
<img src="/E:\New Folder\Ismail.jpg" /> -- Image Tag
<br /> -- Line Break Tag
<input type="text" size="12" /> -- Input Field
 তবে আপনি ছবিটা দেখতে পাবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন